দেশের ক্রমহ্রাসমান আবাদী জমি ও মৃত্তিকা সম্পদের যৌক্তিক, লাভজনক ও টেকসই ব্যবহার নিশ্চিতকরণ প্রধান কাজ। বিগত ৩ বছরে ৬ টি উপজেলার ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে। ৬ টি উপজেলার মাঠ জরিপ সম্পন্ন করা হয়েছে। ১৮ টি ইউনিয়নের ‘‘ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা’’ প্রতিবেদন প্রস্তুত ও প্রায় ৬০০ টি মৃত্তিকা নমুনা বিশ্লেষণ করা হয়েছে এবং ২১৮০ টি সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে। মাটির নমুনা সংগ্রহ ও সুষম সার ব্যবহার বিষয়ে ৪৮০ জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ১৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে উপজেলা নির্দেশিকা ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং ৩৫ টি ইউনিয়নের ‘‘ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা’’ বিতরণ করা হয়েছে। প্রচার ও বিজ্ঞাপন কার্যক্রমের আওতায় ‘‘মৃ্ত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সার সুপারিশ’’ শিরোনামে একটি ডকুমেন্টারি (ব্যাপ্তিকাল ১০.২৪ মিঃ) তৈরি করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর ওয়েব সাইটে আপলোড করা সহ কৃষক পর্যায়ে ব্যবহারে উদ্দেশ্যে ‘‘মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি’’ ও ‘‘সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণের পদ্ধতি’’ বিষয়ক ফেস্টুন ও লিফলেট (প্রায় ৬০০০ টি) বিতরণ করা হয়েছে। এছাড়া Soil profile study কার্যক্রম এর আওতায় plough pan identification এর উপর আরো একটি ডকুমেন্টারি এ কার্যালয় কর্তৃক তৈরি করা হয় যা এসআরডিআই এর ওয়েব সাইটে আপলোড করা আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস