Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, টাংগাইল, তথ্য বাতায়ন আপনাকে স্বাগতম । মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার দিন, উৎপাদন খরচ কমিয়ে ফেলুন, অধিক ফসল ঘরে তুলুন । 


সেবার তালিকা

প্রদেয় সেবা সমুহের তালিকা


. মূত্তিকা জরিপ সেবাঃ


i. আধাবিস্তারিত জরিপ- উপজেলা, ইউনিয়ন ।

ii. বিস্তারিত জরিপ - খামার, বিশেষ গবেষণা প্লট ।


২. প্রকাশণা সেবা- উপজেলা নির্দেশিকা, ইউনিয়ন সহায়িকা, লিফলেট, ফেস্টুন, ডকুমেন্টরী ফিল্ম, পুস্তিকা, পোষ্টার চাহিদা ভিত্তিক সম্প্রসারণ কর্মী,

গবেষক, এনিজিও কর্মী, সার ডিলার এবং প্রগতিশীল কৃষকদের মধ্যে বিধি মোতাবেক বিতরণ।


৩.সমস্যাক্লিষ্ট মৃত্তিকা জরিপ ব্যবস্থাপনা- জলাবদ্ধতা, জোবমাটি ।


. আইসিটি সেবা- অনলাইনে সার সুপারিশ, ডিজিটাল ম্যাপের তথ্য প্রদান ।


. বিশ্লেষণী সেবা- মাটি, উদ্ভিদ, পানি ও সার ।


৬. কৃষক সেবা- প্রশিক্ষণ, মাটি ব্যাবস্থাপনা ও ফসল উৎপাদন বিষয়ক পরামর্শ, সার সুপারিশ কার্ড প্রদান, মাটি, সার ও পানির নমুনা বিশ্লেষণ ।


৭. প্রশিক্ষণ সেবা


i. জেলা ও উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ, গবেষণা ও এনজিও কর্মীকে, প্রগতিশীল কৃষকদের সংশ্লিষ্ট এলাকার ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার বিষয়ে

প্রশিক্ষণ প্রদান ।

i. ফসল উৎপাদনে মাটি ও পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ, ভেজাল সার সনাক্তকরণ ও উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ে কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান ।


. ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার (এমএসটিএল) পরিচালনা- তাৎক্ষনিকভাবে মাটির নমুনা বিশ্লেষণ পূর্বক চাহিদা অনুযায়ী ফসল/ফসল বিন্যাস ভিত্তিক সার সুপারিশ কার্ড প্রদান ।


. গবেষণা/প্রদর্শণী প্লট ও মাঠ দিবস। 


১০. মানচিত্র সেবা- ভূমি ও মৃত্তিকা সম্পদ, ভূমি ব্যবহার বিষয়ক মানচিত্র প্রণয়ন এবং সরবরাহ ।


১১. প্রযুক্তি হস্তান্তর বিষয়ক সেবা- ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক উদ্ভাবিত প্রযুক্তি কৃষি সম্প্রসারণ কর্মী, গবেষক, এনিজিও কর্মী, সার ডিলার এবং প্রগতিশীল কৃষকদের মধ্যে প্রশিক্ষণ, সেমিনার ও গবেষণা/প্রদর্শণী প্লট, মাঠ দিবস ও উদ্বুদ্ধকরণ ভ্রমণ এর মাধ্যমে হস্তান্তর ।